Header Ads

ওয়েব পেইজ(Webpage) কি?

Image result for webpage image

ই নোটগুলো আমি বিশেষ করে লিখছি একাদশ ও দ্বাদশ   শ্রেণীর শিক্ষার্থীদের সহযোগিতা করার জন্য। এখানে যে  বিষয় নিয়ে আমি আলোচনা করছি তা পড়লে পাঠ্যবইয়ের বাইরে নয়তাই আমি খুব সহজ ভাষায় এবং প্রয়োজনীয় বিষয় আলোচনা করার চেষ্টা করছি।


Ø  Webpage কি?
ওয়েব পেইজ হলো এক ধরনের ওয়েব ডকুমেন্ট যা www বা World wide web  ইন্টারনেট ব্রাউজারে ব্যবহারের জন্য উপযুক্ত।
সংক্ষেপেকোন ব্যক্তি বা প্রতিষ্টানের প্রকাশিত গুরুত্বপূর্ণ
 তথ্য প্রকাশ করা হয় যে প্রোগ্রামের মাধ্যমে তাকে ওয়েব পেইজ বলা হয়। ওয়েব  পেইজ সাধারণত ( HTML) দ্বরা তৈরী করা হয়। যেমনঃ
উপরের ছবিটি Google এর Webpage.


Ø  Webpage এর প্রকারভেদঃ
                                                      ওয়েবপেইজ সাধারণত দুই ধরনের হয়ে থাকে।
যথাঃ
1.Static Webpage
2.Dynamic Webpage

Ø  Static Webpae:
যে ওয়েবপেইজ চালু করার সময় পরিবর্তন করা যায় না বা পরিবর্তন হয় না তাকে Static Webpage বলে। মোটকথা হল Webpage ডিজাইনার যে ভাবে Webpage টি তৈরী করেছেন সেভাবে থাকবে। কোন ধরনের পরিবর্তন করা সম্ভব নয়।

Ø  Dynamic Webpage:
যে ওয়েবপেইজ চালু করার সময় পরিবর্তন করা যায় বা পরিবর্তন হয় তাকে Dynamic Webpage বলে। যেমনঃ-Facebook যা সব সময় পরিবর্তন হতে থাকে।

Ø  অবস্থানের উপর ভিত্তি করে ওয়েবপেইজ আবার দুই প্রকার।
1.       লোকাল ওয়েবপেইজ  (local webpage)
2.       রিমোট ওয়েবপেইজ (Remote webpage)

Ø  লোকাল ওয়েবপেইজ  (local webpage)
                                                             স্থায়ী ভাবে ডিজাইন ও সংরক্ষণকৃত             ওয়েবপেইজ               গুলোকে লোকাল ওয়েবপেইজ  (local webpage) বলে।

Ø  রিমোট ওয়েবপেইজ (Remote webpage)
                                                               দূরবর্তী কোন কম্পিউটারে সংরক্ষণকৃত ওয়েবপেইজ                  গুলোকে রিমোট ওয়েবপেইজ (Remote webpage) বলে।



No comments

এন্টিভাইরাস কি?

    এন্টিভাইরাস প্রোগ্রাম কি? যে প্রোগ্রম কম্পিউটারের ক্ষতিকর প্রোগ্রাম গুলোকে নষ্ট করে দেয় ডিলিট করে দেয় তাকে এন্টিভাইরাস বলে। এন্টিভাইরাস ...

Powered by Blogger.