Header Ads

Static Webpage & Dynamic Webpage এর পার্থক্য কি?

ই নোটগুলো আমি বিশেষ করে লিখছি একাদশ ও দ্বাদশ   শ্রেণীর শিক্ষার্থীদের সহযোগিতা করার জন্য। এখানে যে  বিষয় নিয়ে আমি আলোচনা করছি তা পড়লে আপনাদের পাঠ্যবইয়ের বাইরে নয়। আমি খুব সহজ ভাষায় এবং প্রয়োজনীয় বিষয় আলোচনা করার চেষ্টা করছি।

Ø  Static Webpage & Dynamic Webpage এর পার্থক্যঃ

Static Webpage
     Static Webpage
                                                  
1.তুলনামূলক ভাবে বেশি নিরাপদ।
2.       রান টাইম পরিবর্তন হয় না।
3.       নির্দিষ্ট সংখ্যক পেইজ থাকে।
4.       কখনও ডেটাবেজ কানেক্টিভিটি ব্যবহার করে না।
5.       ওয়েবসাইটের থিম ও ওয়েবপেইজের কন্টেন্ট নির্দিষ্ট ।
6.       ডেটা লোড দ্রুত গতিতে হয়।
7.       পরিবর্তন করলে পূণরায় আপলোড করতে হয়।
8.       সরাসরি রান করে এবং অন্য সার্ভার ল্যাংগুয়েজের প্রয়োজন হয় না।
9.       ডেভলপ করা সহজ।
Dynamic Webpage
     Dynamic Webpage
1.       তুলনামূলক ভাবে কম নিরাপদ।
2.       রান টাইম কন্টেন্ট  পরিবর্তন হয়।
3.       ডাইনামিক ভাবে পেইজ থাকে।
4.       ডেটাবেজ কানেক্টিভিটি ব্যবহার করে।
5.       ওয়েবপেইজের ডিজাইন ও কন্টেন্ট রান টাইম পরিবর্তন করা যায় ।
6.       ডেটা লোড ধীর গতিতে হয়।
7.       সার্ভার এপ্লিকেশন ব্যবহার করে কন্টেন্ট পেইজ পরিবর্তন করা যায় ।
8.       সার্ভারে এপ্লিকেশন রান করে এবং অউটপুট ওয়েবপেইজে প্রদর্শন করে
9.       ডেভলপ করা,টেষ্ট করা,ব্যবস্থাপনা করা সহজ নয়।



5 comments:

  1. SWTGROUPINDIA.IN is a professional static Website improvement business enterprise that provides Website improvement offerings to its clients at inexpensive costs. Our expert builders have surpassed the expectations of our clients within confined time. We have got the famous call for our vibrant website improvement services. When it comes to net website online designing, humans now do no longer hold some static websites together to maintain content material. Nowadays people are so clever that they lose interest with content except the content is fully updated at the Website and customers go to the web all the time. Unluckily, many static web site design corporations can not crawl it earlier than they believe it. Static websites include pages which can be updated in step with the user's desires, which each time a consumer visits a web page, it provides clean statistics. Those kinds of websites vary in step with user, vicinity, time and extra. With a purpose to apprehend the layout of static website, we must start viewing the distinction among dynamic and static Website pages. Though the distinction is clear, younger developers have in no way had the opportunity to learn the distinction, it goes here.

    ReplyDelete
  2. http://www.swtgroupindia.in/static-website-designing.html

    ReplyDelete
  3. One of the more impressive blogs Ive seen. Thanks so much for keeping the internet classy for a change. Youve got style, class, bravado. I mean it. Please keep it up because without the internet is definitely lacking in intelligence. pop over to this web-site

    ReplyDelete

এন্টিভাইরাস কি?

    এন্টিভাইরাস প্রোগ্রাম কি? যে প্রোগ্রম কম্পিউটারের ক্ষতিকর প্রোগ্রাম গুলোকে নষ্ট করে দেয় ডিলিট করে দেয় তাকে এন্টিভাইরাস বলে। এন্টিভাইরাস ...

Powered by Blogger.