Header Ads

এন্টিভাইরাস কি?

 

 
এন্টিভাইরাস প্রোগ্রাম কি?
যে প্রোগ্রম কম্পিউটারের ক্ষতিকর প্রোগ্রাম গুলোকে নষ্ট করে দেয় ডিলিট করে দেয় তাকে এন্টিভাইরাস বলে।

এন্টিভাইরাস প্রোগ্রামের কাজ কি?

আমাদের কম্পিউটারের ক্ষতিকর প্রোগ্রামগুলোকে খুঁজে বের করে সেগুলোকে নষ্ট করা বা ডিলিট করায় হচ্ছে এন্টিভাইরাসের কাজ।

এন্টিভাইরাস প্রোগ্রাম কিভাবে কাজ করে?

আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তারা সবাই জানি এন্টিভাইরাস প্রোগ্রাম হলো এক ধরনের প্রোগাম, যা আমাদের কম্পিউটারকে ভাইরাস মুক্ত করে কম্পিউটারকে সচল রাখতে গুরুতবপূর্ণ ভুমিকা পালন করে থাকে। সাধারণত এন্টিভাইরাস বলতে  কম্পিউটারের ভাইরাস প্রতিহত করার জন্য ব্যবহৃত একধরনের প্রোগ্রাম যা কম্পিউটারের সংরক্ষণ এলাকা (হার্ডডিস্ক) বা যে কোন রিমুভেবল ডিস্ক হতে ভাইরাস সনাক্ত, প্রতিকার ও প্রতিরোধ করতে সক্ষম ।


No comments

এন্টিভাইরাস কি?

    এন্টিভাইরাস প্রোগ্রাম কি? যে প্রোগ্রম কম্পিউটারের ক্ষতিকর প্রোগ্রাম গুলোকে নষ্ট করে দেয় ডিলিট করে দেয় তাকে এন্টিভাইরাস বলে। এন্টিভাইরাস ...

Powered by Blogger.